নতুন বাংলাদেশ বির্নিমাণে দেশপ্রেমিক সাবেক সামরিক অফিসার ও সদস্যসহ বেসামরিক সব শ্রেণিপেশার মানুষের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে সংবাদ সম্মেলনে নতুন ওই রাজনৈতিক প্ল্যাটফর্ম করার কথা জানান উদ্যোক্তারা। নতুন রাজনৈতিক দলটির প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’। আগামী জুলাই এর মাঝামাঝি সময়ে দলটি আত্মপ্রকাশ করতে পারে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় নতুন দলের উদ্যোক্তাদের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ছাত্র-জনতার ডাকে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ছিল এক ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ। প্রায় দুই হাজার শহিদ, ৩০ হাজারের বেশি আহত-গাজী এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল ‘বাংলাদেশ ২.০’ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন। তবে গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, এই বিপ্লবের মূল চেতনা আজ হুমকির মুখে। অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ ও বহিঃচাপের মধ্যে পড়ে জুলাইয়ের অঙ্গীকার থেকে অনেকটাই বিচ্যুত।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান, লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, সাদিকুর রহমান সাঈদ (শিক্ষক), ডা. সৌরভ চন্দ্র মজুমদার, খান মো. নাজমুস সাকিব, নূর জান্নাত মিম, নয়ন মজুমদার, সাদিকুর রহমান সাঈদ, ক্যাপ্টেন (অব.) মো. শফিকুল ইসলাম প্রমুখ। উৎস: যুগান্তর।