শিরোনাম
◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩ ◈ মাতৃভূমি অথবা মৃত্যু! দেশের এক ইঞ্চি মাটি ও ছেড়ে দেবো না: বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩২ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে তীব্র সংঘাত, গুলি এসে পড়ছে টেকনাফ স্থলবন্দরেও

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের নাফনদীর ওপারে মিয়ানমারের ‘লালদিয়া চর’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত চলছে। এই সংঘাতে ছোড়া গুলি আঘাত হানছে টেকনাফ স্থলবন্দর, বাড়িতেও। এতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

নাফনদীর মিয়ানমার জলসীমানায় পূর্ব পাশে অবস্থিত লালদিয়া নামের চরটি টেকনাফের জালিয়ারদিয়া এলাকার খুব নিকটবর্তী। বুধবার দুপুর ১২টা থেকে সেখানে শুরু হওয়া গোলাগুলি বিকাল ৩টা পর্যন্তও অব্যাহত ছিল।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, লালদিয়া চরে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে (আরএসও) হঠিয়ে আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি চরটির নিয়ন্ত্রণ নিতে চায়।

এর জন্য গত ১১ সেপ্টেম্বরও একবার গোলাগুলি হয়েছিল। দ্বিতীয় দফায় বুধবার আবারও সংঘাত চলছে।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “দুপুরে কার্যালয়ে অবস্থান করার সময় গোলাগুলির শব্দ শুনতে পাই। এক পর্যায়ে কার্যালয়ের জানালায় এসে গুলি লাগে। এতে জানালার কাঁচ ভেঙে যায়। ”

এ ছাড়া স্থলবন্দরে পণ্য বোঝাই একটি ট্রাকের কাঁচও গুলির আঘাতে ভেঙে গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, “এর আগে গত বুধ-বৃহস্পতিবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। সবাই আতঙ্কের মধ্যে রয়েছি। এতে বন্দরের কার্যক্রম বন্ধ আছে।”

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, বুধবার দুপুর থেকে গুলির শব্দ কাঁপছে দমদমিয়া এলাকাসহ বন্দর এলাকা। এর মধ্যে সংঘাতে ছোঁড়া গুলি দমদমিয়ার আয়ুব মিঞার বসতবাড়িতে এসেও পড়েছে।

“গুলির আঘাতে বাড়িটির জানালা, ঘরের ভেতরের আলমিরা ভেঙে গেছে। বন্দরেও কয়েকটি গুলি এসে পড়েছে।”

টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ বলেন, দীর্ঘদিন ধরে আরএসও লালদিয়ায় অবস্থান করছিল। তাদেরকে লালদিয়া ছেড়ে চলে যেতে সময় বেঁধে দেয় আরাকান আর্মি। কিন্তু আরএসও লালদিয়ার নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়ায় আরাকান আর্মি হামলা করেছে।

উভয়পক্ষে ব্যাপক গোলাগুলিতে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, বুধবার বেলা ১২টার দিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোঁড়া কয়েকটি গুলি টেকনাফ স্থলবন্দরের ভবনে আঘাত হানে। এতে ভবনটির দরজা-জানালা কাঁচ ভেঙেছে। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয়দের কাছে থেকে ঘটনাটি শোনার পর বিজিবি ও কোস্টগার্ডসহ প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে কথা বলতে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদের মোবাইলে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া দেননি তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়