শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩০ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবি বিজ্ঞানীদের

প্রস্রাবের গন্ধ শুঁকে ক্যান্সারের উপস্থিতি বুঝতে পারে পিঁপড়ে!

রাশিদুল ইসলাম: অত্যন্ত ক্ষমতাশালী অ্যান্টেনার সাহায্যেই এমন অসাধ্যসাধন করতে পারে পিঁপড়েরা। বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণামূলক জার্নালে বিজ্ঞানীরা দাবি করেছেন, এভাবে গন্ধ শুঁকে শরীরে ক্যান্সার কোষের উপস্থিতির কথা জানার জন্য পিঁপড়েকে ব্যবহার করা যেতে পারে, যা সহজ এবং একই সঙ্গে কম খরচসাপেক্ষ পদ্ধতি।

ক্যান্সারাস টিউমার অর্থাৎ ম্যালিগন্যান্ট টিউমার কোষ থেকে বেশ কয়েক ধরনের উদ্বায়ী তরল রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। ঘাম এবং মূত্রের মধ্যে সেই সব রাসায়নিকের নমুনা রয়ে যায়। পিঁপড়ের অ্যান্টেনায় অসংখ্য অলফ্যাক্টরি স্নায়ুর উপস্থিতির কারণে তাদের ঘ্রাণশক্তি খুব তীব্র। ফলে দেহ থেকে নিঃসৃত ঘাম ও মূত্রের মধ্যে বিশেষ রাসায়নিকের উপস্থিতি গন্ধ শুঁকে চিহ্নিত করতে পারে পিঁপড়ে, এমনটাই দাবি বিজ্ঞানীদের।

এই সমীক্ষা করার জন্য মানুষের স্তন ক্যান্সার কোষকে গ্রাফটিং পদ্ধতিতে ইঁদুরের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেই ক্যান্সার কোষযুক্ত এবং ক্যান্সারবিহীন ইঁদুরের মূত্রের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। এরপর ট্রেনিং দেওয়ার জন্য ফরমিকা ফুসকা নামে একটি বিশেষ প্রজাতির ৩৫টি পিঁপড়েকে সেই দুই ধরনের মূত্রের নমুনার সামনে ছেড়ে দেওয়া হয়। পিঁপড়েগুলি যাতে দীর্ঘ সময় ক্যান্সাররের উপস্থিতি থাকা মূত্রের গন্ধ শোঁকার সুযোগ পায়, সেই উদেশ্যে ওই প্রস্রাবের নমুনার সামনে চিনি মেশানো জলের ফোঁটা ফেলে দেওয়া হয়। তাঁদের হিসেবে মতোই, সুস্থ ইঁদুরের তুলনায় ক্যান্সার হওয়া ইঁদুরের প্রস্রাবের নমুনার সামনে বেশি সময় কাটায় পিঁপড়েগুলি।

এবার গবেষকরা মানুষের মূত্র নিয়ে একই পরীক্ষা করতে চাইছেন। ক্যান্সার কোষ চিহ্নিতকরণের জন্য কুকুরকে আগে কাজে লাগানো হলেও এই কাজে তাদের চেয়েও বেশি উপযুক্ত পিঁপড়ে। এর কারণ হল, পিঁপড়েকে ট্রেনিং দেওয়া কুকুরের তুলনায় অনেক কম সময়সাপেক্ষ। কুকুরকে এই বিষয়ে ট্রেনিং দিতে যেখানে ৬ মাস সময় লাগে, সেখানে পিঁপড়ের ক্ষেত্রে এই সময় মাত্র ১০ মিনিটের ৩টি রাউন্ড।

এই সমীক্ষাটির লেখক সর্বন প্যারিস নর্ড ইউনিভার্সিটির অধ্যাপক প্যাট্রিজিয়া ডি’এতর জানিয়েছেন, ‘সুস্থ এবং ক্যান্সার রোগী চিহ্নিত করার জন্য বায়ো-ডিটেক্টর হিসাবে পিঁপড়েকে ব্যবহার করা যেতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়