শিরোনাম
◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশক নিধন অভিযানে নেমেছে লক্ষ্মীপুর পৌরসভা 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : মশার উপদ্রব থেকে পৌরবাসীকে রক্ষায় মশক নিধন অভিযানে নেমেছে লক্ষ্মীপুর পৌরসভা। সোমবার (১২ মে) বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। 

এ সময় এই কার্যক্রমের কোনো গাফিলতির অভিযোগ থাকলে, তা পৌরসভাকে জানাতে পৌরবাসীর প্রতি অনুরোধ জানান পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন। 

তিনি বলেন, ‘মশা নিয়ন্ত্রণে কেবল পৌরসভা নয়, এগিয়ে আসতে হবে পৌরবাসীদেরকেও। ‘পৌরবাসীকে সচেতন হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিন দিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা এবং পৌরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

পৌরসভা সুত্রে জানা যায়, কখনও ডেঙ্গুর প্রাদুর্ভাব, কখনো বা কিউলেকসের উপদ্রব; মৌসুমের বেশিরভাগ সময়ই যন্ত্রণার বড় কারণ মশা। সামনেই বর্ষা মৌসুম, মশার প্রজনন নিয়ে তাই বাড়ছে শঙ্কা। এ অবস্থায় বিশেষ মশক নিধন কার্যক্রম চালাচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা।

এ সময় লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন নিজে উপস্থিত থেকে শহরের উত্তর তেমুহনী, বাজার রোড, মাছবাজার, মুরগি বাজার, গোস্ত বাজারসহ বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। মশক নিধন অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়