ডেস্ক রিপোর্ট : মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম অভিযুক্ত মোহাম্মদ মিলন মিঝি ওরফে চাক্কু মিলনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার লিচুতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে। তিনি জানান, অভিযুক্ত মোহাম্মদ মিলন মিঝি গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত দুইটি হত্যা মামলার আসামি ছিলেন। এছাড়াও শহরের খালইস্ট এলাকার জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন সবুজ ছায়া নামক রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।
তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর ও মাদকসহ ১৪ টিরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্র : নিউজ ২৪