ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর পূর্বপাড়া গ্রামে পুকুর থেকে মুমিনা খাতুন (৯০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে ওই এলাকার রফিকুল হক ভূঁইয়া চেয়ারম্যান বাড়ির পূর্ব পাশের পুকুরে এই ঘটনা ঘটে।মুমিনা খাতুন উপজেলার দুলালপুর মিরকিল্লা পাড়া এলাকার মৃত ওহাদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে পাশের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুমিনা খাতুনের ছেলে আব্দুর রহমান ও পুত্রবধূ নাসিমা বেগম জানান, “আমার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে রাতে ঘর থেকে বের হয়ে যেতেন।
রোববার (১১ মে) রাত ১১টা পর্যন্ত ঘরে ছিলেন, এরপর প্রস্রাব করার জন্য বাইরে গিয়ে আর ফিরে আসেননি। সারা রাত খুঁজেও পাইনি। সকালে জানতে পারি পাশের বাড়ির পুকুরে একজন নারীর মরদেহ পাওয়া গেছে, গিয়ে দেখি সেটা আমার মা। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধা মুমিনা খাতুন পুকুরে পড়ে গিয়েছিলেন এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ব্যপারে বৃদ্ধার ছেলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”