শিরোনাম
◈ মাছ কেটে প্রতি মাসে অর্ধ কোটি টাকা উপার্জন করে ন কুমিল্লা গরীর শতাধিক মাছকাটা শ্রমিক! ◈ ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: সৈয়দা রিজওয়ানা হাসান ◈ নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে: সিইসি ◈ যে ইরানি ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন! ◈ ঈদের বিরতির পর নগর ভবনে ফের ইশরাক ◈ চীনে কারখানায় রোবটের হামলায় আতঙ্ক, ভিডিও ভাইরাল ◈ দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাইফা থেকে আশদোদ পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা; ইসরাইলের কৌশলগত ভুল কী ছিল? ◈ ক্লাব বিশ্বকাপ ফুটব‌লের উ‌দ্বোধনী ম‌্যা‌চে জয় পে‌লো না কো‌নো দলই

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে ডেঙ্গুতে ২৮৮ জন ভর্তি, মৃত্যু শূন্য থাকলেও উদ্বেগ বাড়ছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১০ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৩০৩ জন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়া ২৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে দুজন ও রাজশাহী বিভাগে একজন। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৬৪ জন আর এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৮৩২ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

মারা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই মারা গেছেন ১৩ জন। এছাড়াও বরিশাল বিভাগে তিন জন, চট্টগ্রাম-খুলনা বিভাগে দুজন করে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়