শিরোনাম
◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে সরকার, জানালেন প্রেস সচিব ◈ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা ঢাকাসহ ১৪ জেলায়, সতর্ক সংকেত ◈ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিয়ে উত্তাল নগর ভবন, মুখ খুললেন ইশরাক হোসেন ◈ বিশ্বব্যাপী ভারতের সর্বদলীয় কূটনৈতিক যুদ্ধ ◈ লুটপাটের অর্থ জনকল্যাণে ব্যবহারে বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ ◈ বিমানের চাকা খুলে পড়ার কারণ ‘বিয়ারিং ফেইলিওর’: তদন্তে দু’টি কমিটি গঠন ◈ নুসরাত ফারিয়া মামলার ঘটনার দিন দেশে ছিলেন না, কানাডায় ছিলেন: আইনজীবী ◈ এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন, ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে বললেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবহেলিত ফল জামরুলের আছে ১২টি স্বাস্থ্যগুণ!

গ্রীষ্মকালীন ফল আম জাম লিচুর মতো জামরুল জনপ্রিয় কোনো ফল নয়। বাসা-বাড়িতে জামরুল নিয়ে গেলে সেগুলো নিয়ে কাড়াকাড়ি হয় না। জামরুলের গাছের নিচেও লেগে থাকে না বাচ্চা-কাচ্চাদের ভিড়। কারণ, সুদর্শন হলেও জামরুল ততটা সুস্বাদু নয়, একটু পানসে স্বাদের। তাই এটি নিতান্তই অবহেলিত একটি ফল। দারুণ মজাদার না হলেও অবহেলিত এই ফলটিরই কিন্তু রয়েছে অনেক গুণ।  

এক. জামরুলে প্রচুর পানি থাকে বলে জামরুল আমাদের তৃষ্ণা মেটায়। জামরুল পানির চাহিদা পূরণ করে শরীরের আর্দ্রতা বজায় রাখে।  

দুই. জামরুলে আছে পর্যাপ্ত  ভিটামিন-এ। ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে।

তিন. একজন মানুষের ক্যালসিয়ামের চাহিদা অনেকাংশে পূরণ হতে পারে জামরুল থেকে। এছাড়া জামরুল আমাদের হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে হাড়কে করে মজবুত।

চার. জামরুল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কারণ, জামরুলে থাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট।  

পাঁচ. জামরুলে বিদ্যমান ডায়েটারি ফাইবার হজম ক্রিয়ার উন্নতি ঘটায়। যাদের হজমে সমস্যা রয়েছে তারা নিযমিত জামরুল খেলে উপকার পাবেন।

ছয়. মানুষের সুস্থতার জন্য প্রয়োজন ইলেক্টোলাইটের ভারসাম্য। আর জামরুল শরীরের ইলেক্টোলাইটের ভারসাম্য ধরে রাখে।

সাত. ডায়াবেটিস রোগীদের জন্যও জামরুল দারুণ উপকারী। জামরুলের আন্টিহাইপারগিলসেমিক গ্লোকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।  

আট. জামরুলে বিদ্যমান ভিটামিন সি ও ফ্যাবনয়েড ক্যানসার প্রতিরোধে দারুণ কার্যকর। তাই যারা নিয়মিত জামরুল খান তাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

নয়. জামরুলে আছে প্রচুর পটাশিয়াম। আর পটাশিয়াম পেশির ব্যথা দূর করে পেশিকে করে শক্তিশালী।

দশ. জামরুল রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। কেননা জামরুলে প্রচুর পরিমাণে এইচডিএন রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

এগারো. লিভারকেও সুরক্ষা দেয় জামরুল। জামরুলের হেপাটো প্রটেক্টিভ লিভারের কোষ ধবংস থেকে রক্ষা করে।

বারো. জামরুল কাজ করে জীবাণু ও ছত্রাক নাশক হিসেবেও। এছাড়া জামরুল ত্বকও ভালো রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়