শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের গাজী সোহেল ও মুকুল এশিয়া কাপে আম্পায়ারিং করবেন 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন। এক বিবৃতিতে এই আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেখানেই জানা গেছে, এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন মোট দশজন আম্পায়ার। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই বেছে নেয়া হয়েছে তাদের। এই তালিকায় দুই বাংলাদেশি ছাড়াও আছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।  --- ক্রিক‌ফ্রেঞ্জি

এদের মধ্যে কয়েকজন আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ার। টুর্নামেন্টের ম্যাচগুলোয় দায়িত্ব ভাগ করে নেবেন তারা। নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিটি ম্যাচে ভিন্ন দেশ থেকে আম্পায়ার নিয়োগ দেওয়ার নিয়ম অনুসরণ করবে আয়োজকরা।

টুর্নামেন্টের ১২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে বাংলাদেশি দুই আম্পায়ারকে।

গাজী সোহেল গ্রুপ পর্বে অন্তত চারটি ম্যাচে দায়িত্বে থাকছেন। এর মধ্যে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে তিনি অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরপর ১২ সেপ্টেম্বর পাকিস্তান ও ওমানের ম্যাচে থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে আবার অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন সোহেল। এছাড়া ১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

অন্যদিকে, মাসুদুর রহমান মুকুলও থাকছেন কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে। ১০ সেপ্টেম্বর ভারত ও ইউএই ম্যাচে তিনি থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে। এরপর ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে তাকে।

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার। 

এছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়