শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ০১:১৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৩

শাহীন খন্দকার: সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারা দেশে সরকারি বেসরকারী হাসপাতালে ১ হাজার ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চেত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ জনের মৃত্যু।  চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে  ১৯৬ জন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে (সিটির বাইরে) ৮৬ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ১৩১ জন, ঢাকায় (সিটির বাইরে) ২০৮ জন।

এছাড়া রাজধানীর উত্তর সিটিতে ২৬৩ জন এবং দক্ষিণ সিটিতে ১৬৪ জন, খুলনায় (সিটির বাইরে) ৮০ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ৩২ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ৫৯ জন, রংপুরে (সিটির বাইরে) সাতজন, সিলেটে (সিটির বাইরে) ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন। যার মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৩৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিওে গেছেন। চলতি বছর সর্ব মোট ৩৬ হাজার ১৫১ জন সুস্থ্য হয়েছেন। 

উল্লেখ্য ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়