শিরোনাম
◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা  ◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে বাইরে থেকেই ফিরেই গোসল করেন, শরীরের ভয়াবহ ক্ষতি করছেন না তো

এখন গ্রীষ্মকাল। যতই দিন যাচ্ছে ততই গরমের তীব্রতা বাড়ছে। অসহনীয় তাপে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। বাসা-বাড়ির বাইরে বের হতেই হাঁসফাঁস শুরু হয়। এ সময় শরীর ঠান্ডা রাখার জন্য রকমারি কোমল পানীয় পান করা হয়। খাদ্যতালিকায়ও বিশেষ নজর রাখা হয়।

গরমে শরীর ঠান্ডা রাখার জন্য প্রথমেই আমরা বারবার গোসল করাকে বেছে নিয়ে থাকি। বাইরে থেকে বাসায় ফিরেই গোসল করি। কিন্তু এতে যে শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে, তা জানা আছে আমাদের? ভারতীয় একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ ব্যাপারে তাহলে জেনে নেয়া যাক।

রোদ থেকে ফিরে সঙ্গে সঙ্গে গোসল নয়: রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে শরীর বেশ গরম হয়। এ সময় বাসায় ফিরে ঠান্ডা পানি শরীর দিলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। এই হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে শরীরে শক লাগতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের এ জন্য শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।

করণীয় কী: রোদ থেকে ফেরার পর প্রথমে ঠান্ডা জায়গায় বা ফ্যানের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিন। শরীরের ঘাম শুকাতে দিন। এর প্রায় ২০-৩০ মিনিট পর গোসল করুন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে থাকবে।

কেমন পানি ব্যবহার করবেন গোসলে: রোদ থেকে ফেরার পর অনেকেই ফ্রিজের ঠান্ডা পানি পান করেন বা ঠান্ডা পানি দিয়ে গোসল করেন। এটি শরীরের জন্য ক্ষতিকর। সম্ভব হলে হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করুন। এতে শরীরের তাপমাত্রায় ভারসাম্য থাকবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা কমবে।

মাথায় ঠান্ডা পানি নয়: বিশেষজ্ঞদের মতে গরম মাথায় ঠান্ডা পানি পড়লে ব্রেনের বা মস্তিষ্কের কর্মক্ষমতা নষ্ট হতে পারে। মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকিও থাকে। এ জন্য ধাপে ধাপে শরীরে পানি দিন। পা থেকে শুরু করে ধীরে ধীরে শরীরের ওপরের অংশে পানি দিন।

পরামর্শ: গরমে রোদ থেকে ফেরার পর ঠান্ডা পানিতে গোসল করলে আরাম বোধ হয়। কিন্তু এতে শরীরের ধীরে ধীরে বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি হয়। এ জন্য গরমে সতর্ক থাকা জরুরি। শরীরের যত্ন নিন এবং সময় নিয়ে গোসল করুন। উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়