শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে বাইরে থেকেই ফিরেই গোসল করেন, শরীরের ভয়াবহ ক্ষতি করছেন না তো

এখন গ্রীষ্মকাল। যতই দিন যাচ্ছে ততই গরমের তীব্রতা বাড়ছে। অসহনীয় তাপে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। বাসা-বাড়ির বাইরে বের হতেই হাঁসফাঁস শুরু হয়। এ সময় শরীর ঠান্ডা রাখার জন্য রকমারি কোমল পানীয় পান করা হয়। খাদ্যতালিকায়ও বিশেষ নজর রাখা হয়।

গরমে শরীর ঠান্ডা রাখার জন্য প্রথমেই আমরা বারবার গোসল করাকে বেছে নিয়ে থাকি। বাইরে থেকে বাসায় ফিরেই গোসল করি। কিন্তু এতে যে শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে, তা জানা আছে আমাদের? ভারতীয় একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ ব্যাপারে তাহলে জেনে নেয়া যাক।

রোদ থেকে ফিরে সঙ্গে সঙ্গে গোসল নয়: রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে শরীর বেশ গরম হয়। এ সময় বাসায় ফিরে ঠান্ডা পানি শরীর দিলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। এই হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে শরীরে শক লাগতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের এ জন্য শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।

করণীয় কী: রোদ থেকে ফেরার পর প্রথমে ঠান্ডা জায়গায় বা ফ্যানের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিন। শরীরের ঘাম শুকাতে দিন। এর প্রায় ২০-৩০ মিনিট পর গোসল করুন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে থাকবে।

কেমন পানি ব্যবহার করবেন গোসলে: রোদ থেকে ফেরার পর অনেকেই ফ্রিজের ঠান্ডা পানি পান করেন বা ঠান্ডা পানি দিয়ে গোসল করেন। এটি শরীরের জন্য ক্ষতিকর। সম্ভব হলে হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করুন। এতে শরীরের তাপমাত্রায় ভারসাম্য থাকবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা কমবে।

মাথায় ঠান্ডা পানি নয়: বিশেষজ্ঞদের মতে গরম মাথায় ঠান্ডা পানি পড়লে ব্রেনের বা মস্তিষ্কের কর্মক্ষমতা নষ্ট হতে পারে। মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঝুঁকিও থাকে। এ জন্য ধাপে ধাপে শরীরে পানি দিন। পা থেকে শুরু করে ধীরে ধীরে শরীরের ওপরের অংশে পানি দিন।

পরামর্শ: গরমে রোদ থেকে ফেরার পর ঠান্ডা পানিতে গোসল করলে আরাম বোধ হয়। কিন্তু এতে শরীরের ধীরে ধীরে বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি হয়। এ জন্য গরমে সতর্ক থাকা জরুরি। শরীরের যত্ন নিন এবং সময় নিয়ে গোসল করুন। উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়