শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন। মুদি দোকান থেকে চিনি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন হতভাগ্য প্রতিবন্ধি ওই মাদরাসা শিক্ষার্থী।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রীর মা কিশোরী মেয়েটিকে চিনি আনতে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মজিবুর রহমান ফিরোজের (৬০) মুদি দোকানে পাঠায় ৷ ওই সময় আশপাশে লোকজন না থাকায় দোকানি মোয়াজ্জিন ফিরোজ সুযোগ বুঝে কিশোরী মেয়েটিকে দোকানের দরজা আটকিয়ে জোরপূ্র্বক ধর্ষণ করে।

পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষক মজিবুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে হোসেনপুর থানায় মামলা দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ হেফাজতে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে পুলিশের  সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়