শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ না দেওয়ায় ৯১টি ফাইল আটকে রেখেছিলেন মাউশি রাজশাহীর ডিডি, প্রমাণ পেল দুদক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ডিডি) আলমগীর কবীরের কার্যালয়ে অভিযান চালিয়ে আটকে রাখা ৯১টি ফাইল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়।

অভিযানে গিয়ে জানা যায়, এমপিওভুক্তির জন্য জমা পড়া ১৫২টি আবেদনের মধ্যে শর্ত না পূরণ করায় ৪৭টি বাতিল হয়। বাকি আবেদনগুলো পর্যায়ক্রমে পরিচালক মো. আছাদুজ্জামান, সহকারী পরিচালক আলমাস উদ্দিন এবং পরবর্তীতে উপপরিচালক আলমগীর কবিরের কাছে পৌঁছে। কিন্তু আলমগীর কবির ৯২টি ফাইল পরিচালকের কাছে পাঠাননি।

অভিযান চলাকালে অফিসে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত আলমগীর কবির। তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

দুদক জানায়, এর আগেও গত ১১ মার্চ একই অফিসে অভিযানে গিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পাওয়া গিয়েছিল।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ঘুষের জন্য ফাইল আটকে রাখেন এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ৯২ টি ফাইল আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে। এর আগে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঢাকায় প্রতিবেদন পাঠাবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়