শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে আহত দুই ছাত্রকে দেখতে গেলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন চট্টগ্রামের মুরাদনগরে ভবনের ছাদ থেকে ফেলা মারাত্মকভাবে আহত দুই ছাত্রকে দেখতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতনা।

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে তিনটায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৭ম তলায় আইসিইউ এর ১নং শয্যায় চিকিৎসাধীন মো. জালাল উদ্দিন (২৪) এবং ডি ব্লকের ৭ম তলায় অর্থোপেডিক সার্জারি বিভাগের এমপি-৩৪ নং শয্যায় চিকিৎসাধীন মো. ইকবাল এর চিকিৎসার খোঁজ-খবর নেন।

[৪] এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক উপস্থিত ছিলেন। আটাশ বছর বয়সী জালাল উদ্দিন মুমূর্ষু অবস্থায় বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। কুড়ি বছর বয়সী তরুণ মো. ইকবাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সালের অধীনে চিকিৎসাধীন রয়েছে।

[৫] এদিকে মো. ইকবালের ভাই মো. এনাম জানান, মো. ইকবাল চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগের প্রচার সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন। ঘটনার দিন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের হামলায় তার ভাইয়ের পা, মাথা, কোমড়সহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। 

[৬] এসময়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।

[৭] উল্লেখ্য, গত ১৬ জুলাই মঙ্গলবার চলমান কোটা সংস্কারের আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদনগরে একটি ভবনের ছাদ থেকে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগের কমপক্ষে ১৫ জনকে নিচে ফেলে দেয় ও নারকীয়ভাবে হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী মরাত্মভাবে জখম হয়। মারাত্মকভাবে আহত মো. জালাল এবং মো. ইকবাল ওই হামলার শিকার হয়।  সম্পাদনা: কামরুজ্জামান   

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়