শিরোনাম
◈ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ◈ আবারও ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি ড্রোন ◈ ইরান-ইসরায়েল : কার কত সামরিক শক্তি? ◈ ইসরায়েলকে যারা রক্ষার চেষ্টা করবে তারা হবে পরবর্তী টার্গেট, ইরানের হুমকি ◈ ভিসা জটিলতায় থমকে বাংলাদেশি পর্যটন, বিদেশ ভ্রমণে বড় বাধা অবৈধ অবস্থান ও ওভারস্টে ◈ বাবর, রিজওয়ান ও শা‌হিন আ‌ফ্রিদি ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান  ◈ বাংলাদেশের পদ্ধ‌তি অনুকরণ করতে চায় ভারত ◈ আসামের ধুবড়ি নিয়ে ‘বাংলাদেশে যুক্ত করার’ ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর, জেলায় শুট অ্যাট সাইট নির্দেশ ◈ তেলআবিব ও জেরুজালেমে বিশাল বিস্ফোরণ, ফের ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান! ◈ প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস, যা লিখলেন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করলেন, উপাচার্য বিএসএমএমইউ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে  শিগগিরই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষক নিয়োগ সিনিয়র চীফ কনসালটেন্ট, চীফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট এর মতো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের দ্রুত তাগিদ দিয়েছেন,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

[৩] এছাড়া প্রয়োজনীয় সংখ্যক নার্স নিয়োগ, ক্লিনার নিয়োগের বিষয়টিও আলোচিত হয়। বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির ব্যবস্থা করা, উন্নতমানের ফার্মেসীর ব্যবস্থা, কিচেন, ক্যান্টিনসহ নানাবিধ বিষয় আলোচিত হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে সুপার স্পেশালাইজড হাসপাতাল যাতে পূর্ণাঙ্গরূপে চালু করা যায় সে লক্ষ্যেই নববর্ষ ছুটির মাঝে তিনি এই বৈঠক করেন।

[৪] বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের ছুটির দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। তিনি আজ রবিবার (১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ইংরেজি ১৪ এপ্রিল ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন এবং পরে পরিচালক  অফিসে দীর্ঘ সময় চিকিৎসকদেও সঙ্গে বৈঠক করেন। 

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

[৬] বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত  উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়