শিরোনাম
◈ স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাইছে, হিন্দুরা বোকা নয়: মির্জা আব্বাস ◈ প্রবাসীরা বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি ◈ প্রতীক ছাড়াই এনসিপি ও বাংলা‌দেশ জাতীয় লীগ নিবন্ধন পে‌তে যা‌চ্ছে ◈ পাকিস্তান তালেবানে জ‌ড়া‌চ্ছে বাংলা‌দে‌শি তরুণরা, কিন্তু কীভাবে ◈ মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়: অনুপম খের ◈ যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ◈ এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়া‌ল মা‌দ্রিদের দাপ‌টে কাইরাত হার‌লো ৫ গো‌লে ◈ ‘আল্লাহ তুই দেহিস’: জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার ◈ সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার ◈ ঢাকার ১৫‌টি ক্লাব ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বৃষ্টির শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে আজ বুধবার (১ অক্টোবর) একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার সকাল ৮টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নড়াইল, মাগুরা জেলার ওপর ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ

এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ

চট্রগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে।

ঢাকা বিভাগ

শরীয়তপুর, মাদারীপুর, গোপলাগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, যা সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রাজধানীসহ বিভাগের অন্য জেলাগুলোর ওপর।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের উত্তর দিকের জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপর দুপুর ৩টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলার ওপর বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। অবশিষ্ট জেলাগুলোর ওপরে বিকেল ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ

এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সকাল ৯টার পর থেকে আবারও বৃষ্টি শুরুর আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিন থেমে থেমে একাধিকবার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়