শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে পতিত জমিতে আম চাষ

মতলুব হোসেন, জয়পুরহাট: ঝোপ-ঝাড়ে ভরা দীর্ঘদিন ফসলহীন পরিতক্ত জমি পরিস্কার করে প্রায় দেড়’শ বিঘার আম বাগান করেছে ঔষধ কোম্পানির একজন রিপ্রেজেন্টিভ। জমিগুলো অল্প টাকায় লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির আমের চারা রোপন করেন তিনি। প্রথম দু’বছর বাগানে তেমন আম না ধরলেও এ বছর গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে আম। অতিরিক্ত জঙ্গলের কারনে এক সময় যেখানে মানুষ চলাচল করত না সেখানের গড়ে ওঠা বিশাল আমের বাগান দেখতে ও ঘুড়তে আসে অনেকেই। বাগানের আম বিক্রয় করে নিজে যেমন লাভবান হচ্ছেন অপরদিকে অনেক লোকের সৃষ্টি হয়েছে কর্মসংস্থান।

আইয়ুব আলী ঔষধ কোম্পানিতে চাকুরী করার সুবাদে দীঘদিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘোরেন। এরই সুবাদে উপজেলার মহিপুর মাওলানা ভাসানী সরকারি কলেজের পূর্ব-পাশে বেতগাড়ি এলাকার বিশাল জঙ্গলের পতিত জমি লিজ নিয়ে গড়ে তোলেন আমের বাগান। একাধিক জমির মালিক বলেন, অতিরিক্ত ঝোঁপ-জঙ্গলের কারনে জমিগুলো বছরের পর বছর পরিতক্ত ছিল। পরিস্কার করার অভাবে কোন ফসল করা হতো না। গাছ সহ ১২ বছর পর জমি ফেরত দেওয়ার শর্তে অল্প টাকায় জমিগুলো লিজ দেওয়া হয়েছে। 

বাগান মালিক আইয়ুব বলেন, জমির জঙ্গল পরিস্কার, চারা ক্রয় ও রোপন, সার-কীটনাশক, শ্রমিক খরচ, বাগান ঘেরা ও লিজ বাবদ মোট অর্ধ-কোটি টাকা খরচ হয়। তিনি আরো বলেন, বমর্তানে বাগানে আম রুপালী, বারিফোর, চোষা, হাড়িভাঙ্গা, কাটিমন, ব্যানানা ও সূর্যমুখী সহ বিভিন্ন জাতের আম আছে। প্রথমে তেমন আম না ধরলেও এ বছর প্রচুর আম ধরেছে। বাগানের ম্যানেজার আতোয়ার হোসেন বলেন, বাগানের অর্ধেক গাছের আম বিক্রয় করা হয়েছে। ৩ টন বহনের ট্রাকে করে এ পর্যন্ত ২০ গাড়ি আম বিক্রয় করা হয়েছে আরো ৩০ গাড়ির মত আম গাছে আছেই। গাড়ি প্রতি ৭০-৭৫ হাজার টাকায় আম বাগান থেকে পাইকারি বিক্রয় করা হচ্ছে বলেও জানান তিনি। 

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, প্রতিনিয়ত আমরা বাগান পরিদর্শন ও পরামর্শ দিয়ে যাচ্ছি। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়