মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলের রসুলপুর এলাকায় গড়ে ওঠা কসমস ফুলের বাগান এখন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাদা, গোলাপি, বেগুনি ও লাল রঙের কসমস ফুলে ভরে ওঠা বাগানটি প্রতিদিনই বহু মানুষের নজর কাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক একর জমিতে পরিকল্পিতভাবে এই কসমস ফুলের বাগানটি গড়ে তোলা হয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই ফুল ফোটা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে বাগানটি রঙিন সৌন্দর্যে ভরিয়ে রাখে চারপাশের পরিবেশ।
বাগানটির উদ্যোক্তা জানান, কম খরচ ও সহজ পরিচর্যার কারণে কসমস ফুল চাষ লাভজনক। তিনি বলেন, “এই ফুলের চাষে রাসায়নিক সারের ব্যবহার কম লাগে। ফলে পরিবেশ যেমন ভালো থাকে, তেমনি বাজারে ফুল বিক্রি করে আর্থিক লাভও হচ্ছে।”
দর্শনার্থীদের মধ্যে অনেকেই জানান, প্রাকৃতিক সৌন্দর্যের এমন দৃশ্য মানসিক প্রশান্তি এনে দেয়। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসছেন, আবার অনেকে ছবি তুলে সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, কসমস ফুলের বাগান মৌমাছি ও প্রজাপতির সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও উৎসাহিত করা হবে।