শিরোনাম
◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা ◈ নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি চক্রবর্তী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ভারতের তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি সরকারি একটি পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের ‘রোগীকল্যাণ সমিতি’র চেয়ারপারসনের পদ ছেড়ে দিয়েছেন মিমি। সূত্র: আনন্দবাজার

[৩] তবে হঠাৎ কী কারণে সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জোগান দিচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে। জানা গেছে, নলমুড়ি গ্রামীণ হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীকল্যাণ সমিতির পদ ছাড়লেন মিমি। ইতোমধ্যে পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

[৪] পদ ছাড়ার কারণ হিসেবে মিমি লিখেছেন- ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপারসন হিসেবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

[৫] ২০১৯ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মিমি। প্রায় ২ লাখ ২২ হাজার ৪৯৯ ভোটে জিতেছিলেন তিনি।

[৬] কিন্তু মিমি সাংসদ হিসেবে পাঁচ বছরে কতটা সফল, তা নিয়ে রয়েছে নানান বিতর্ক। দ্বিতীয়বার কি ভোটের টিকিট পাবেন তিনি? তাছাড়া মিমি নিজে কি ফের ভোটের মাঠে নামতে প্রস্তুত? সেই জল্পনাও রয়েছে।

[৭] প্রসঙ্গত, সর্বশেষ শিবপ্রসাদ-নন্দিতার ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গেছে মিমিকে। এ ছাড়া গেল বছর মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী।’ সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়