শিমুল চৌধুরী ধ্রুব: [২] ২০২১ সালে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে কন্ঠশিল্পী ইভা রহমানের বিচ্ছেদের খবর সামনে আসে। একই বছরের সেপ্টেম্বরে পুরাণ ঢাকার আরমান নামের এক যুবককে বিয়ে করেন তিনি। এরপর তাকে আর গানে দেখা যায়নি। অনেকে ধরেই নিয়েছিলেন আর হয়তো গান করবেন না ইভা রহমান।
[৩] কিন্তু সবার ধারণাকে ভেঙ্গে দিয়ে দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন এই কণ্ঠশিল্পী। ইভা রহমান নামে পরিচিত হলেও আরমানকে বিয়ে করার পর তিনি নিজেকে ইভা আরমান বলে পরিচয় দেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ‘তুমি অনেক দামি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
[৪] গানের সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী আরমান। এ প্রসঙ্গে ইভা বলেন, অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করবো। ‘তুমি অনেক দামি’ গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করবো।’
[৫] ২০০৪ সালে ইভা গানের জগতে আসেন। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’। সম্পাদনা: কামরুজ্জামান
এসএইচডি/কেজে/এসএ