শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক আব্দুল্লাহ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রথম চিকিৎসক হিসেবে বাংলা একাডেমির ‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কারে’ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। গত শনিবার (২৫ নভেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

[৩] এ সময় তাার হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

[৪] পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘বাংলা একাডেমি আমাকে মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করেছে। এর আগে ২০১৬ সালে তারা আমাকে ফেলোশিপ দিয়েছিল। তাদের এ উদ্যোগে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এ পুরস্কারের মাধ্যমে দেশ ও জাতির প্রতি আমার দায় আরও বাড়লো। আমাকে সম্মানিত করায় বাংলা একাডেমির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

[৫] এর আগে গত ৫ নভেম্বর একাডেমি ২০২৩ সালের এই সাহিত্য পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য পুরস্কার অর্জন করেন সাত বিশিষ্টজন। তারা হলেন কবি নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, এবিএম আবদুল্লাহ, ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ, ড. অনুপম সেন, কবি ওমর কায়সার, আবদুল গাফফার। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়