শিরোনাম
◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিমান ভুলে অনির্বানের হয়ে ক্ষমা চাইলেন দেব

জনপ্রিয় টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় দিনাতিপাত করছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়েই ব্যাপক জটিলতার মুখে পড়েছেন গুণি এ অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য ও ফেডারেশনের মধ্যে চলমান উত্তপ্ত সম্পর্ক গলাতেই এবার এ অভিনেতার পাশে দাঁড়ালেন ওপার বাংলার সাংসদ ও সুপরাস্টার অভিনেতা দেব। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমপা অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দেব জানান, অনির্বাণ যেন শান্তিতে কাজ করতে পারেন, সেটাই তার একমাত্র অনুরোধ। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়ার আবেদন জানান দেব।  তিনি বলেন, ‘আমি অনির্বাণের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চাইছি। ওকে কাজ করতে দিন।’ 

সেখানে দেব ছাড়াও স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে ও রানা সরকার, প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশক শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া, অরিজিৎ দত্তসহ ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। 

দেব আরও বলেন, টলিউডের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কাজ বন্ধ হয়ে গেলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শুধু অনির্বাণ নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। 

তবে তার আসন্ন ছবিতে অনির্বাণ থাকবেন কিনা সে প্রসঙ্গে দেব বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও এখনো তার কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। তবে অনির্বাণকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি দেব।  এর আগেও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন দেব ও অনির্বাণ। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়