বাংলাদেশকে সুখবর দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার।
এ ঘটনায় কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন কালবেলাকে বলেন, বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তবে দেশ থেকে আসা পণ্যগুলো আন্তর্জাতিক মানের কিনা, ট্রেডমার্ক, ওজন ইত্যাদি প্যাকেটের গায়ে যুক্ত আছে কিনা বাংলাদেশ সরকারকে ভালো করে খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, এর আগে কুয়েত সরকার স্বাস্থ্য ও মানসংক্রান্ত উদ্বেগ দেখিয়ে মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত সরকার।