দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন আরেক দক্ষিণী সুপারস্টার ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর তারা সাতপাকে বাঁধা পড়েন। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটান এ তারকা দম্পতি। এরপর পরিবার ও আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। এ তারকা দম্পতির রয়েছে দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা।
এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধানুশ। বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে তাদের নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। একাধিকবার একসঙ্গে দেখা গেছে এ তারকা জুটিকে। সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। সেই পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ক্লিপ এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল।
বাতাসে গুঞ্জন ছড়িয়েছে, ফেব্রুয়ারিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এ তারকা জুটি। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। তবে এ নিয়ে তারকা জুটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।