ভারতের মুম্বাইয়ে চলছে পৌর নির্বাচন। এ সময় ভোট দিতে যান অনেক বলি তারকারা; যান খিলাড়ি খ্যাত নায়ক অক্ষয় কুমারও। কিন্তু সেখানে গিয়ে এক আবেগঘন পরিস্থিতির মুখে পড়েছেন নায়ক। ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় অক্ষয়ের পা ধরে আকুতি জানান এক নারী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঘটে এ ঘটনা। ভাইরাল একটি ভিডিওর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এক নারী তার পথরোধ করেন। সে সময় অক্ষয়ের পা ধরে সেই নারী তার বাবার জীবন বাঁচানোর আকুতি জানান। তাৎক্ষণিকভাবে সেই নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন নায়ক, তাকে সাহায্যের আশ্বাস দেন।
সেই নারী হাতে একটি সাদা কাগজ নিয়ে অক্ষয়ের কাছে সাহায্যের প্রার্থনা করেন। ওই নারী বলেন, আমার বাবা খুব বিপদে রয়েছেন। ওনাকে দয়া করে বাঁচান। আমার বাবা ঋণের ভারে জর্জরিত। এই বিপদ থেকে তাকে বেরিয়ে আসত তাকে দয়া করে সাহায্য করুন।
এরপর সেই নারী কান্নায় ভেঙে পড়েন অভিনেতার পা জড়িয়ে ধরেন।
ভক্তের এমন আকুতি দেখে অক্ষয় কুমার তাকে আশ্বস্ত করেন। তিনি ওই নারীকে তার ব্যক্তিগত টিমের সদস্যদের কাছে ফোন নম্বর দিয়ে রাখতে বলেন। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল। এরপর থেকে অক্ষয় কুমারের এই মানবিক আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা। সূত্র: ঢাকা পোস্ট