শিরোনাম
◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল ◈ বৈশ্বিক কারণেই বিভিন্ন সমস্যা চলছে, শিগগিরই সংকট কেটে যাবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২৩, ০৫:১৯ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৩, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল: সাবেক স্ত্রী 

মাসুদ আলম: গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেস জড়িত। মেয়ের সম্পৃক্ততা আমি কখনও দেখিনি তাকে। কিন্তু তাদের চক্রে একজন এয়ার হোস্টেজ চক্র কাজ করে, যেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরণের মাদক সে তাকে সাপ্লাই দেয়। এ বিষয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছিলাম। তারপর আমার নম্বরে ফোন করে বিভিন্ন জন হুমকিও দেয়।

শনিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, আমি তার সঙ্গে সংসার করেছি। সে খুব ভাল মানুষ ছিলো। কিন্তু একটা চক্রের কারণে সে মাদকাসক্ত হয়ে যায়। যাদের কারণে তার আজকের এ অবস্থা। মাদক সেবন করে বাসায় এসে আমাকে প্রচন্ড মারধর করত। একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা এসে আমাকে বাঁচায়। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি।

সালসাবিল বলেন, আমি চেয়েছিলাম সে সুস্থ জীবনে ফিরে আসুক। তাই আমি তার বিরুদ্ধে মামলা করিনি। নোবেলের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন বা সম্পর্কে  ফেরা এ বিষয়ে কিছু বলতে চাই না। যেহেতু বিষয়টা পারিবারিক পর্যায়ে।  আমি চাই সে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়