শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২০ মে, ২০২৩, ০৫:১৯ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৩, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল: সাবেক স্ত্রী 

মাসুদ আলম: গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেস জড়িত। মেয়ের সম্পৃক্ততা আমি কখনও দেখিনি তাকে। কিন্তু তাদের চক্রে একজন এয়ার হোস্টেজ চক্র কাজ করে, যেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরণের মাদক সে তাকে সাপ্লাই দেয়। এ বিষয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছিলাম। তারপর আমার নম্বরে ফোন করে বিভিন্ন জন হুমকিও দেয়।

শনিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, আমি তার সঙ্গে সংসার করেছি। সে খুব ভাল মানুষ ছিলো। কিন্তু একটা চক্রের কারণে সে মাদকাসক্ত হয়ে যায়। যাদের কারণে তার আজকের এ অবস্থা। মাদক সেবন করে বাসায় এসে আমাকে প্রচন্ড মারধর করত। একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা এসে আমাকে বাঁচায়। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি।

সালসাবিল বলেন, আমি চেয়েছিলাম সে সুস্থ জীবনে ফিরে আসুক। তাই আমি তার বিরুদ্ধে মামলা করিনি। নোবেলের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন বা সম্পর্কে  ফেরা এ বিষয়ে কিছু বলতে চাই না। যেহেতু বিষয়টা পারিবারিক পর্যায়ে।  আমি চাই সে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়