মনিরুল ইসলাম: রুচির দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে '১৩ টি প্রশ্ন' এর মুখোমুখি হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ। বুধবার ২৯ মার্চ '১৩ টি প্রশ্ন ' অনুষ্ঠানের অতিথি হয়ে জবাব দিবেন মামুনুর রশিদ। চ্যানেল আইতে রাত ১০টা ১০ মিনিটে এই অনুষ্ঠানটি প্রচার হবে জানিয়েছেন অনুষ্ঠানের উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
রুচির দুর্ভিক্ষ নিয়ে এখন টক অব দ্য কান্ট্রি। মামুনুর রশিদের এক বক্তব্য নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সময় '১৩ টি প্রশ্ন' হাজির হচ্ছেন নাট্যজন মামুনুর রশিদ।
বিভিন্ন শ্রেণি পেশা ও বিশিষ্টজনদের নানান বিষয় নিয়ে নতুন এই অনুষ্ঠান '১৩ টি প্রশ্ন'। সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নগুলো আর্বতিত হয় বলে জানান অনুষ্ঠান প্রযোজনা সেহাঙ্গেল বিপ্লব।
ভিন্ন ধারার এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে মুখোমুখি হন ১৩টি প্রশ্নের।
এমআই/এসএ