শিরোনাম
◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়েই চলেছে উচ্চতা, বিপাকে সানাই মাহবুব

সানাই মাহবুব

শিমুল চৌধুরী ধ্রুব: কৃত্রিম উপায়ে স্তনের আকার বৃদ্ধি করে আলোচনায় এসেছিলেন তথাকথিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। সেসময় সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে দেখা যায় নেটিজেনদের। আবার অনেকে ‘অস্বাভাবিক ব্রেষ্ট ইমপ্ল্যান্টের’র পার্শ্ব-প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যের যত্ন নিতে বলেন এই অভিনেত্রীকে। কিন্তু সেসব গায়ে মাখেননি তিনি। এবার অদ্ভুত এক শারিরিক জটিলতায় পড়েছেন সানাই। জানিয়েছেন, দিন দিন তার উচ্চতা বেড়েই চলেছে। যা নিয়ে বিপাকে আছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন সানাই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। একটা ভীষণ জরুরি বিষয় জানাতে চাচ্ছি, যদিও অনেকেই জানেন তারপরও...। প্রায় ৩ বছর ধরে আমার উচ্চতা বেড়েই যাচ্ছিলো। আমার উচ্চতা ১৭ বছর বয়সে ৫ ফিট ২ ইঞ্চি ছিল কিন্তু এখন প্রায় ১১ বছর পর আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চিতে দাঁড়িয়েছে। সাথে প্রায়শই পেট ব্যথা, জিহ্বার স্বাদ না থাকা সমস্যাও আছে।’

স্ট্যাটাসটির সঙ্গে চিকিৎসকের প্রেসক্রিপশন যুক্ত করে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে অনেক খুশি ছিলাম যে, যাক লম্বা তো হচ্ছি। পরে অনেক টেস্টের পর জানতে পারি, এটা হরমোনাল ইমব্যালান্সের কারণে হয়েছে। সো, যাদের এরকম সমস্যা হচ্ছে তারা বসে না থেকে ভালো চিকিৎসকের কাছে যান।’

মডেলিংয়ের দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সানাই। কয়েকটি আইটেম গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এরপর ২০১৭ সালে সিনেমায় নাম লেখান। ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমায় কাজও করেছেন কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। এরপর মিডিয়া থেকে দূরে চলে যান তিনি। বর্তমানে স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা এসব নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সানাই। 

এসএইচডি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়