শিরোনাম
◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওয়াও’-এ গাইবে চিরকুট

শিমুল চৌধুরী ধ্রুব: নারী-পুরুষের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠা, ট্রান্সজেন্ডারসহ ভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে সমতা তৈরির মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) ফেস্টিভ্যাল। এবারের বাংলাদেশ আসরের সমন্বয়কদের মধ্যে একজন হচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী। সেই সুবাদে আন্তর্জাতিক এই আয়োজনে গাইবে চিরকুট ব্যান্ড।

২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মাঠ ও চিত্রশালা ভবনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন। উৎসবটির আয়োজক হিসেবে ওয়াও ফাউন্ডেশনের সঙ্গে থাকছে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সিসিডি বাংলাদেশ।  

আয়োজন উপলক্ষে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ওয়াও বাংলাদেশ ২০২৩’-এ নারীদের সাহসিকতা এবং স্থিতিস্থাপকতা ও শক্তি, কর্মক্ষমতা, কর্মকাণ্ড, সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রাণিত করার মাধ্যমে নারীদের অর্জনসমূহ তুলে ধরা হবে।

এসময় শারমিন সুলতানা সুমী বলেন, এই উৎসবে ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কনসার্ট করবে চিরকুট। সঙ্গে এর আগে থাকবে আমার একটা স্পিচ সেশন। সোমবার আমার জন্য আরো বিশেষ ঘটনা হলো, অভিনেত্রী সারা যাকের আপার সঙ্গে সরাসরি প্রথম এক মঞ্চে বসার সুযোগ পেয়েছি। আমি ছোটবেলা থেকে ভীষণভাবে তার ব্যক্তিত্বের গুণমুগ্ধ ছিলাম, আছি। এটা আমার জন্য সত্যিই ওয়াও মোমেন্ট ছিল।

মঙ্গলদীপ ফাউন্ডেশন-এর ফাউন্ডিং চেয়ারপারসন অভিনেত্রী সারা যাকের বলেন, ওয়াও ফেস্টিভ্যাল একটি সাংস্কৃতিক মিলনমেলা এবং এখানে নারীদের স্বীকৃতি ও নারীত্বকে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। এটি বিশ্বজুড়ে নারীদের জন্য নানান সুযোগ সুবিধা তৈরি এবং নারীদের সম্ভাবনা অর্জনে তাদের আরো দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে। একইসঙ্গে তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম, এমন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য ও পরামর্শ প্রদান করে।

২৪ ফেব্রুয়ারি এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

এসস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়