বেশ কিছু দিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে— আসছে ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নাকি চারহাত এক হতে চলেছে এ তারকা জুটির। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জনে পানি ঢেলেছেন এ তারা।
সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিয়ের গুঞ্জনের মাঝে একটি পোস্টে ম্রুণাল লিখেছেন—‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে পানি ঢেলেছেন তিনি। বুঝিয়ে দেন যে, এই খবর একেবারেই ভিত্তিহীন।
অন্যদিকে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি এড়িয়ে যান অভিনেতা ধানুশ। তিনি বলেছেন—এটি একেবারেই ভুয়া খবর।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ধানুশ-ম্রুণালের বিয়ের ছবি। তাদের ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিয়ের ফিসফাসে প্রশ্ন উঠেছে— তাহলে কি সত্যি সত্যিই সবাইকে চমকে দিয়ে চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন এ তারকা জুটি?
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেছে, বর ও কনের সাজে ধানুশ ও ম্রুণাল। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাক পরেছেন অভিনেতা ধানুশ। অন্যদিকে কাঞ্জিভরম ও গহনায় সেজে আছেন ম্রুণাল। দক্ষিণী রীতি মেনে তাদের বিয়ে করতে দেখা যায়।
তাদের বিয়ের আসরের সেই ছবিতে আরও দেখা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকার উপস্থিতি। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘চারহাত এক হলো ম্রুণাল-ধানুশের।
চেন্নাইতে বসেছিল তাদের বিয়ের আসর। আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে। যেহেতু বিনোদন দুনিয়ার এ দুই তারকাকে নিয়ে বহুদিন ধরেই বিয়ের গুঞ্জন চলছে, তাই প্রথমে অনেকেই এ ছবি দেখে আশ্বস্ত হয়েছিলেন।