শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় বিভাজন ও সৃজনশীলতার অভাব: এআর রহমান

অস্কারজয়ী বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা এআর রহমান মণি রত্নমের ‘রোজা’ সিনেমার মাধ্যমে বলিউডে কাজ শুরু করেছিলেন। তারপর ‘বম্বে’ ও ‘দিল সে’ সিনেমার গানগুলোতে সফল হলেও বি-টাউনে নিজের পরিচিতি তৈরি করতে বেশ সময় লেগেছিল তার। 

বলিউডের মধ্যে নিজেকে তার বহিরাগত বলেই মনে হতো। কিন্তু ১৯৯৯ সালে ‘তাল’ সিনেমায় অভিনয় করার পর থেকে ক্রমশ তার জায়গা তৈরি হতে শুরু করে। এ সিনেমায় সংগীত পরিচালনা করার আগে পরিচালক সুভাষ ঘাই তাকে হিন্দি শেখার পরামর্শও দিয়েছিলেন। হিন্দির পাশাপাশি উর্দুও শিখেছিলেন তিনি। পরে আরবি ও পাঞ্জাবিও শিখেছিলেন। কিন্তু বলিউডে গত আট বছরে বহু কাজ হাতছাড়া হয়েছে তার বলে জানিয়েছেন এ অস্কারজয়ী সুরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

এমনকি হিন্দি সিনেমার জগতে কুসংস্কার ও পক্ষপাতের মতো বিষয় রয়েছে কিনা, তামিলদের প্রতি, যারা মহারাষ্ট্রের বাসিন্দা নন, তাদের নিয়ে ভেদাভেদ রয়েছে কিনা, তা নিয়েও কথা বলেন এআর রহমান।

এ অস্কারজয়ী বলেন, এমন হয়তো হয়েছে, কিন্তু আমি জানতে পারিনি। যেমন গত আট বছরে ক্ষমতার বদল হওয়ার পর থেকে এসব হয়েছে। কারণ ক্ষমতা তাদের হাতেই রয়েছে, যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনোটাই আমার মুখের সামনে কেউ বলেনি।

এআর রহমান বলেন, এমনও হয়েছে, কথাবার্তা এগিয়েছে। কিন্তু এই ক্ষমতাশীল মানুষেরা তাদের পছন্দমতো সুরকারদের সঙ্গে কাজ করেছেন। এ নিয়ে আক্ষেপ নেই তার। তিনি বলেন, ভালোই হয়েছে! আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি কাজ খুঁজে বেড়াই না। কাজ আমার কাছে ঠিক চলে আসবে, আমি যদি মনোযোগী হই বলে জানান এআর রহমান।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়