শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৫০ কো‌টির বে‌শি মানুষ ফুটবল বিশ্বকাপ দেখ‌তে চান,  টিকিটের জন্য আবেদন

স্পোর্টস ডেস্ক : উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলোর টিকিটের জন্য ৫০ কোটির বেশি আবেদন পড়েছে বলে জানিয়েছে ফিফা।

বুধবার এক বিবৃতিতে এত সংখ্যক আবেদন পড়ার ঘটনাকে ক্রীড়া বিশ্বে ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে আখ্যা দেয় ফিফা।

টিকিটের আবেদনের জন্য ৩৩ দিনের সময়সীমা চলতি সপ্তাহে শেষ হয়েছে, যেখানে ফিফার সদস্য ২১১টি দেশ ও অঞ্চল থেকেই আবেদন জমা পড়েছে। -- অলআউট স্পোর্টস

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করতে যাওয়া এবারের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এতে অংশ নেবে ৪৮টি দেশ। ফাইনালসহ অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

ফিফা জানায়, প্রতিটি আবেদন ক্রেডিট কার্ড ডেটা দ্বারা যাচাই করা হয়েছে, যেখানে ভক্তরা প্রতিদিন গড়ে ১ কোটি ৫০ লক্ষ টিকিটের জন্য আবেদন জমা দিয়েছে। আয়োজক তিনটি দেশের বাইরে সবচেয়ে বেশি আবেদন এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে।

সবচেয়ে বেশি চাহিদা ছিল ২৭ জুন মায়ামিতে কলম্বিয়া ও পর্তুগালের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপপর্বের লড়াইয়ের জন্য।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “মাত্র এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে ৫০ কোটি টিকিটের অনুরোধ কেবল চাহিদাই নয়, এটি একটি বৈশ্বিক স্বীকৃতি।”

টিকিট প্রত্যাশীদের তাদের আবেদনের ফল আগামী ৫ ফেব্রুয়ারির আগে ইমেইলের মাধ্যমে জানানো হবে না। ফিফা জানায়, যেখানে সরবরাহের তুলনায় চাহিদা বেশি হবে, সেখানে টিকিটগুলো লটারি প্রক্রিয়ার মাধ্যমে বরাদ্দ করা হবে।

যেসব আবেদনকারীরা টিকিট পাবেন না তারা টুর্নামেন্টের কাছাকাছি সময়ে শেষ মুহূর্তে বিক্রয় পর্বের সময় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কেনার আরেকটি সুযোগ পাবেন।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ফাইনাল হবে ১৯ জুলাই নিউ জার্সিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়