শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওপেনএআই নয়, সিরিকে আরও শক্তিশালী করতে গুগলের উপর ভরসা রাখছে অ্যাপল

স্মার্টফোন জগতের দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগল এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছে। নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও উন্নত করতে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই নয়, গুগলের এআই মডেল জেমিনাই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই দুই প্রযুক্তি কোম্পানি। এ নিয়ে প্রথম খবর প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল বলেছে, বহু বছরের একটি চুক্তির আওতায় অ্যাপলের পরবর্তী প্রজন্মের বিভিন্ন ফাউন্ডেশন মডেল গুগলের জেমিনাই মডেল ও ক্লাউড প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে। এসব মডেল অ্যাপলের নিজস্ব এআই প্ল্যাটফর্ম অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলোকে আরও উন্নত করবে। এর মধ্যে রয়েছে এ বছর চালু হওয়ার কথা থাকা সিরির আরও পার্সোনালাইজড ও উন্নত সংস্করণ।

বিবৃতিতে অ্যাপল বলেছে, “গভীর যাচাই-বাছাইয়ের পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি, গুগলের এআই আমাদের নিজস্ব এআই মডেলের জন্য সবচেয়ে শক্তিশালী ভিত্তি দেবে।”

এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ও উদ্ভাবনী অভিজ্ঞতা পাবেন বলেও আশা প্রকাশ করেছে কোম্পানিটি।

তবে অ্যাপল স্পষ্ট করেছে, অ্যাপল ইন্টেলিজেন্স আগের মতোই অ্যাপল ডিভাইস এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হবে, যাতে ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষার মান বজায় থাকে।

২০২৪ সালের ডব্লুউডব্লুউডিসি সম্মেলনে প্রথমবারের মতো জেনারেটিভ এআই চালিত সিরির একটি ডেমো দেখিয়েছিল অ্যাপল। পরে ২০২৫ সালের মার্চে কোম্পানিটি বলে, সিরির বড় আপডেটটি তারা এ বছর পিছিয়ে দিচ্ছে।

বর্তমানে সিরির আরও উন্নত সংস্করণ সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করতে অ্যাপল এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে, গত বছরের জুনে সিরির উন্নয়নে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি বিবেচনা করছে অ্যাপল এমন খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। এর দুই মাস পর সম্ভাব্য অংশীদার হিসেবে সামনে আসে গুগলের নাম। নভেম্বরে সেই গুঞ্জন আরও জোরালো হয়।

সে সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অ্যাপল গুগল জেমিনাইয়ের একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে নতুন সিরি তৈরি করতে পারে, যা অ্যাপলের নিজস্ব প্রাইভেট ক্লাউড কম্পিউট সার্ভারে চলবে। ওই সুবিধার জন্য গুগলকে বছরে প্রায় ১০০ কোটি ডলার দিতে পারে অ্যাপল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়