শিরোনাম
◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে গিয়ে খেলতে চায় না বাংলাদেশ। যে কারণে আইসিসি ও বিসিবির দেন দরবার চলছে বেশ কিছু দিন ধরেই।

দুই পক্ষের মধ্যে মেইল চালাচালির পাশাপাশি একটি ভিডিও কনফারেন্সও হয়েছে। তাতে বাংলাদেশের নিজেদের অবস্থানে ছিল অনড়।

কনফারেন্সে আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেও লাভ হয়নি। বিসিবি সাফ জানিয়েছে তারা ভারতের বাইরে খেলতে চায় ম্যাচগুলো। বিশেষ করে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায়। এবার জানা গেছে বিসিবিকে রাজি করাতে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আজ (১৫ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, 'আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাকে জানিয়েছে আইসিসির একটা দল বোধহয় আসছে কথা বলার জন্য।

নিজেদের পূর্বের অবস্থান থেকে একটুও সরে আসার সুযোগ দেখেন না আসিফ নজরুল। তিনি বলেন, 'আমরা আমাদের অবস্থান থেকে সরার কোন সুযোগ নাই। আমরা প্রচন্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। এবং সেটা শ্রীলঙ্কাতে আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমান সূচিতে বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচই ভারতে। তিনটি কলকাতায় ও একটি মুম্বাইতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়