শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে যা বললেন জিয়াউল হক পলাশ

দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো বিপিএলে দল পেয়েছে নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় ফ্র্যাঞ্চাইজিটির নাম দেওয়া হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দল পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা (কাবিলা) জিয়াউল হক পলাশ নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন।

তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) একটি টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন পলাশ। তিনি জানান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে নোয়াখালী দলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে বলতে পারব।

ইতোমধ্যে সদ্য শেষ হওয়া নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন।

নিলাম শেষে নোয়াখালীর স্কোয়াড: দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), মোহাম্মদ আবু হাসিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদী হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), রহমতুল্লাহ আলী (১১ লাখ)।

বিদেশি: ইহসানুল্লাহ খান (আফগানিস্তান) ২৬ হাজার ডলার, হায়দার আলী (পাকিস্তান) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সৌম্য সরকার ও হাসান মাহমুদ। 

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : জনসন চার্লস ও কুশল মেন্ডিস।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি শিরোপার লড়াই দিয়ে পর্দা নামবে এই চার-ছক্কার টুর্নামেন্টের।  উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়