শিরোনাম
◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিরেক্টরস কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টারস প্রীতি ফুটবল ম্যাচে জয় ডিরেক্টরস কিংসের

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ—ডিরেক্টরস কিংস বনাম ঢালিউড ফিল্ম স্টারস।

বুধবার রাতে রাজধানীর ১০০ ফিট মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটি কোর্ট সাইড মাঠে ফ্লাডলাইটের আলোয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

খেলাটি ছিল উপভোগ্য ও বন্ধুত্বপূর্ণ আমেজে ভরপুর। নবীন-প্রবীণ পরিচালক, শিল্পী, প্রযোজকসহ চলচ্চিত্রের অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ম্যাচের একমাত্র গোলটি করেন পরিচালক বন্ধন বিশ্বাস, যার সুবাদে ডিরেক্টরস কিংস জয় পায় ১-০ ব্যবধানে। সেই সঙ্গে তিনি সেরা গোলদাতার পুরস্কারও অর্জন করেন।

গোলদাতা বন্ধন বিশ্বাস বলেন, “এটা আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত। মাঠে উপস্থিত সব খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত শিল্পী ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

মাঠে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেত্রী রোজিনা, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নায়ক রুবেল, অনন্ত জলিল, ডি এ তায়েব, সুব্রত, পলি ও দীঘি।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব টুটুল, কাজী হায়াত, ছটকু আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, কবীরুল ইসলাম রানা, সাইমুন তারেক প্রমুখ।

এছাড়া প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক এম ইকবালসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব কবীরুল ইসলাম রানা বলেন, “যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি পরিচালক সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ম্যাচ শুরুর আগে নায়ক অনন্ত জলিল বলেন, “খেলায় হারজিত থাকবেই, তবে আমাদের উদ্দেশ্য আনন্দ ভাগাভাগি করা। রুবেল ভাইয়ের মতো ভালো খেলোয়াড় আছেন, আশা করি খেলা হবে দারুণ উপভোগ্য। আমরা সবাই চলচ্চিত্র পরিবারের সদস্য—এটাই সবচেয়ে বড় জয়।”

অভিনেত্রী রোজিনা বলেন, “অনেকদিন পর মাঠে এসে খেলা উপভোগ করছি। প্রীতি ম্যাচের এমন আয়োজন আমাদের সবাইকে একত্র করেছে, এই আনন্দের মুহূর্তগুলোর মূল্য অপরিসীম।”

চলচ্চিত্র পরিবারকে একত্রে আনন্দ ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করল এই প্রীতি ফুটবল ম্যাচ—যার স্মৃতি দীর্ঘদিন রয়ে যাবে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের মনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়