শিরোনাম
◈ আবারও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন সুখবর ◈ মেধা ও যোগ্যতায় মাহিন্দ্রা ও ট্রাক চালক বাবার স্বপ্ন পূরণের সারথি ওঁরা ◈ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নতুন রেকর্ড আগস্টে ৭৭১.৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন ◈ রাজধানীর মৌচাকে মসজিদে আগুন ◈ ৬ ঘণ্টা পর রেল অবরোধ তুলে নিলেন বাকৃবি শিক্ষার্থীরা, আলোচনায় বসছে কর্তৃপক্ষ ◈ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্যাম্পাস হঠাৎ উত্তপ্ত কেন? ◈ ভয়ংকর ক্ষুদ্র জীবাণু মস্তিষ্কখেকো অ্যামিবার প্রাদুর্ভাব কেরালায়: এক মাসে ৩ মৃত্যু, আক্রান্ত শিশু ও নারী ◈ ডাকসু নির্বাচন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল চেম্বার আদালতে, কাল শুনানি ◈ হাসিনা-জয়-পুতুলদের প্লট দুর্নীতির তিন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ ◈ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের অন্ধকার দিক ফাঁস করলেন কৃতি শ্যানন, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন কৃতি শ্যানন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। শোবিজের চকচকে আলো, লাল গালিচা আর ক্যামেরার ঝলকানির পেছনে লুকিয়ে থাকে চাপা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। কাজ করতে গিয়ে সর্বদা মুখে চওড়া হাসি রাখতে হয় তারকাদের। তবে আসল সত্যিটা কিন্তু একেবারেই অন্যরকম। এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। 

সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কৃতি। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত এবং লিঙ্গবৈষম্য দূর করাই তার একমাত্র লক্ষ্য।  

কৃতি ছোটবেলায় স্বপ্ন দেখতেন নাচ শিক্ষার। কিন্তু সমাজের বাঁধা-ধরা নিয়মের কারণে সেসব করতে পারেননি। পরিবারের প্রত্যাশা ছিল তিনি ঘর সামলাবে, রান্না করবেন। তবে শেষ পর্যন্ত ছোটবেলার স্বপ্ন পূরণ করেছেন। অভিনেত্রীর কথায়, ‘আমার মা যা করতে পারেননি, সেটাই আমাকে আর আমার বোনকে উৎসাহ দিয়েছে। আমাদের স্বপ্ন যেন আটকে না যায়। মা সব সময় বলেছেন, তোমরা যা চাও তাই কর, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।’

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছেন বলিউডেও লিঙ্গ বৈষম্য রয়েছে। কৃতি বলেন, ‘পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি পান, ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুম নয়, এটা আসলে এক ধরনের বার্তা দেয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।’

শুটিং সেটে অভিনেত্রীদের আগে ডাকা হয়। যেন তারা শুটের জন্য প্রস্তুত থাকেন। অভিনেত্রীর যোগ করেন, ‘আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলানো দরকার।’

বলে রাখা ভালো, কৃতিকে সবশেষ বড়পর্দায় দেখে গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’-তে। বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। এই ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর ও টাবু। ছবিটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়