শিরোনাম
◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে নিয়ে বিরক্ত অভিনেত্রী প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় কমিয়ে দিয়েছেন। মনের মতো হলেই কেবল কাজ করছেন তিনি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার অভিনেত্রী লিখলেন তার কাছে আসা অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে। রীতিমতো বিষয়টি নিয়ে বিরক্ত তিনি।

ধারণা করছেন, ভক্ত পরিচয় দেয়া ওই ব্যক্তি এরপর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা রটাবেন। ফেসবুক পেজে একটি ফোন নম্বর শেয়ার করেছেন প্রভা। এরপর ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন- এই লোক ফোন দিয়ে বলে, আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো! আমি বললাম, আপনি কে? বললো, ফ্যান! বললাম ফ্যানের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলবো, আপনি ফোনইবা কেন দিয়েছেন আমাকে? কতো বড় সাহস আপনার! ভক্ত পরিচয় দেয়া ওই ব্যক্তির ডাকে সাড়া না দেয়ায় সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে হেনস্তার চেষ্টায় রত থাকবেন তিনি।

এমন আশঙ্কা করে প্রভা লিখেছেন, এই লোক আজকের পর থেকে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করবে! আমার কমেন্ট সেকশনে বাজে কথা লিখবে, ইনবক্সে অনেক বাজে কথা বলবে। বুকের ওড়না ঠিক করতে বলবে, বলবে তার পরিবারের মেয়েরা আমার মতো না ইত্যাদি ইত্যাদি।

এদিকে, অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলেছেন প্রভা। তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউ ইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে। ‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রামে তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। নিজেকে ওই অ্যাকাউন্টে ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়