শিরোনাম
◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শুক্রবার চ্যানেল আইতে ‘কৃষকের ঈদ আনন্দ’ 

মনিরুল ইসলাম  : শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে চ্যানেল আইতে শুক্রবার (২০ জুন ২০২৫) বিকাল ০৪.৩০ মিনিটে। এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের জিন্দা পার্কে। 

প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনের নিদর্শন জিন্দা পার্কে এবারের অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা। গ্রামীণ মানুষের জীবনের ¯^চ্ছতা, আবেগ, আনন্দ ও সংগ্রাম ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। অনুষ্ঠানে উঠে এসেছে মহানগরের অতি নিকটে থেকেও কীভাবে শহুরে জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতা গ্রামবাসী নিজেদেরকে আলাদা করে রেখেছেন। কৃষি ও প্রকৃতিকে অক্ষুন্ন রেখে সুশৃংখল জীবনের এক গ্রাম্য রূপ দেখতে ৫ হাজার গ্রামবাসী সম্মিলিত হয়ে কীভাবে গড়ে তুলেছেন প্রকৃতির অভয়ারণ্য জিন্দা পার্ক। সবুজের এই ভূবনের মাঝে ধারণ করা খেলার ফাঁকে ফাঁকে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী জিন্দা গাঁয়ের ইতিহাস ও সংস্কৃতিও। 

এবার খেলার তালিকাতেও এসেছে নতুনত্ব ও বৈচিত্র। খেলাগুলোর মধ্যে থাকছে-বৃ¶মানবের দৌঁড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গি বাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। 

এসব মজার ও চমৎকার খেলায় অংশ নিয়েছেন স্থানীয় কৃষক, নারী ও শিশু এবং বিভিন্ন পেশার মানুষ। দেশি বিদেশি দর্শকদের অনুরোধে অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়