শিরোনাম
◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশের সিনেমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে : শাকিব খান

মনিরুল ইসলাম: বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নতির পথে এক কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তিনি বলেন, "এই মহল শুধু সিনেমার বিরুদ্ধেই নয়, বরং দেশের সংস্কৃতি ও অগ্রগতির বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।"

রোববার রাতে রাজধানীর মিরপুরে সনি স্টার সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা সাবিলা নূর, পরিচালক রায়হান রাফী, চরকির সিইও রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ ‘তাণ্ডব’ টিমের অন্যান্য সদস্যরা।

প্রদর্শনীতে শাকিব খান ও সাবিলা নূর মিলিয়ে একই রঙের পোশাকে হাজির হয়ে নজর কাড়েন।

পাইরেসির অভিযোগ নিয়ে শাকিব খান বলেন, “‘তাণ্ডব’ ও ‘বরবাদ’ সিনেমার পাইরেসি পরিকল্পিতভাবে করা হয়েছে। তারা ভেবেছিল পাইরেসির মাধ্যমে সিনেমার গতি থামিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো, পাইরেসির পর দর্শকের আগ্রহ আরও বেড়েছে। গুলিস্তান থেকে গুলশান—সবখানে ‘তাণ্ডব’ দর্শকদের মন জয় করছে। সিনেমা ভালো চলছেই, আরও চলবে।”

তিনি বলেন, “একটি দেশের কৃষ্টি ও সংস্কৃতি বহন করে তার চলচ্চিত্র। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যখনই আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করছে, তখনই কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

শাকিব খান বলেন, "বাংলাদেশের সিনেমা বিশ্বদরবারে যখন জায়গা করে নিচ্ছে, তখনই একটি মহল এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তবে সিনেমাপ্রেমী দর্শকদের ভালোবাসাই তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়