শিরোনাম
◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সিস্টার মিডনাইট’-এ আপত্তিকর দৃশ্যে রাধিকা আপতে, সেন্সর বোর্ডের নির্দেশে ওটিটিতে দৃশ্য কাটা (ভিডিও)

ছবিতে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাঁকে। সাহসী ও শক্তিশালী চরিত্রে অনায়াসে নিজেকে মিলিয়ে দিতে পারেন রাধিকা আপতে। চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিক রূপ দিয়েছেন তিনি। এদিকে, করণ কান্ধারির ছবি ‘সিস্টার মিডনাইট’ ছবিতে রাধিকার আপত্তিকর দৃশ্য রয়েছে। টুবি নামে ওটিটি মঞ্চে সেই ছবি চলছে। তবে সম্প্রতি সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছে, সেই দৃশ্য ছবি থেকে বাদ দিয়ে চালাতে।

গত বছর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আলোচিত হয়েছে ‘সিস্টার মিডনাইট’ সিনেমাটি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা করণ কান্ধারি পরিচালিত সিনেমাটির প্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর্স ফোর্টনাইট বিভাগে। গত ৩০ মে মুক্তি পায় ভারতের প্রেক্ষাগৃহে। তবে ছবিটি আলোচনায় এসেছে ওটিটি প্ল্যাটফর্ম টুবিতে আসার পর। গত সপ্তাহে ওটিটি আসার পর কথা হচ্ছে রাধিকা অভিনীত অন্তরঙ্গ দৃশ্য নিয়ে।

ছবিতে উমা নামে এক নারীর চরিত্রে অভিনয় করেন রাধিকা। সম্বন্ধ করে বিয়ে হয় তাঁর। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় উমা। এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী।

মুক্তির পর অনেক দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন, কেউ আবার অন্তরঙ্গ দৃশ্যের সমালোচনা করেছেন। তবে রাধিকা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এবার প্রথম আলোচনায় আসেননি; এর আগে ‘পার্চড’, ‘ম্যাডলি’ ছবিতেও নিরাভরণ দৃশ্য নিয়ে কথা হয়েছিল।

বিশেষ করে বিদেশি উৎসবের জন্য নির্মিত ‘ম্যাডলি’ সিনেমায় রাধিকার নিরাভরণ দৃশ্যটি অন্তর্জালে ফাঁস হওয়ার পর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। পরে ছবিটির নির্মাতা অনুরাগ কশ্যপ দৃশ্যটি ফাঁস হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে দেওয়া সাক্ষাৎকারে রাধিকাও জানিয়েছিলেন, ওই দৃশ্য ফাঁস হওয়ার পর খুবই বিব্রত ছিলেন তিনি। সেটা এতটাই যে বাড়ির বাইরে যেতে ভয় পেতেন।

রাধিকা গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো মা হন। তাঁর মা হওয়ার ব্যাপারটি প্রথম সামনে আসে ‘সিস্টার মিডনাইট’ ছবির প্রিমিয়ারেই। ছবির প্রিমিয়ার উপলক্ষে লন্ডন চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটছিলেন রাধিকা, তখনই তাঁর বেবি বাম্প চোখে পড়ে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অনেক নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে শিগগিরই কাজে ফিরতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়