শিরোনাম
◈ বি‌বি‌সি বাংলা‌কে সিই‌সি,  অনিয়ম বন্ধে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে ◈ প্রধান উপদেষ্টা গণভবনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ পিএসজিকে হা‌রি‌য়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি ◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমার একটু ভালোবাসা পেলে কান্না পায় : জাহিদ হাসান

মনিরুল ইসলাম: 'আমার জীবনে সিনেমা এসেছে। তবে উৎসব এর মতো এমন সিনেমা আসেনি। আমি আজ যে ভালোবাসা আপনাদের পাচ্ছি। এতো ক্যামেরা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি কথা বলছি। এই অনস্থা আগে কখনো আমার মুক্তি পাওয়া সিনেমার বেলায় ঘটেনি। আমার একটু ভালোবাসা পেলে কান্না পায়। একটু আদর পেলে আমার কান্না পায়। আমি তা সইতে পারি না। আজও তাই হচ্ছে। আমি আপনাদের ভালোবাসায় অভিভূত।' এভাবেই মনের অভিব্যক্তি প্রকাশ করলেন জনপ্রিয় ও শক্তিমান  অভিনেতা জাহিদ হাসান।

তিনি বলেন, আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা। অভিনয়ের কারণে  জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। আমার লাইফে 'উৎসব' ছবির মতো আর কোন ছবি আসেনি। দর্শক ও সাংবাদিকদের কাছ থেকে এতো সাড়া আগে পাইনি। যা আমি আজ পাচ্ছি।

গতকাল বুধবার  রাতে মহাখালীস্থ এসকেএস টাওয়ার ষ্টার সিনেপ্লেক্সে এক  বিশেষ প্রদর্শনী শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এমনি ভাবে তার মনের কথা জানান। এ প্রদর্শনীতে সিনেমার কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে সিটে বসার জায়গা না পেয়ে  সাংবাদিকদের অনেকে হল ত্যাগ করে চলে না। তবে যারা  থেকে যান  তাদের  সাথেই প্রদর্শনী শেষে কথা বলেন অভিনীত শিল্পীরা। 

জাহিদ হাসান  বলেন,  আসুন আমরা সবাই মিলে একসাথে সিনেমা হলে এসে বাংলাদেশি সিনেমা উপভোগ করি। আমাদের সিনেমাকে এগিয়ে নেই। তিনি যখন ক্যামেরার সামনে কথা বলতে ছিলেন খুবই আবেগ তাড়িত হয়ে পড়েন। ভেজা ভেজা কন্ঠে  কথা বলেন। বলেন, আমার কথা আপনারা একা কেন শুনবেন। যারা আমার পাশে আছেন তাদের কথাও শুনেন। তখন সমস্বরে উপস্থিত সিনেমার শিল্পীসহ সাংবাদিকরা বলে উঠেন আজ আমরা শুধু আপনার কথাই শুনবো।

প্রসঙ্গত, ঈদে  মুক্তি পাওয়া সিনেমা  'উৎসব'।  সিনেমাটি নিয়ে দর্শকদের  আগ্রহ দিন দিন বাড়ছে। সিনেপ্লেক্সে শো সংখ্যা বাড়ানো হয়েছে।

 আগামী ২০ জুন  দেশের বাইরে কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭ সিনেমা থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠান। 

জানা যায়, মুক্তির আগেই ‘উৎসব’ সিনেমাটি নিয়ে দর্শককের আগ্রহ বেশ চোখে পড়ছিল। মাল্টিপ্লেক্সে ৯টি প্রদর্শনী দিয়ে এই সিনেমার যাত্রা। তবে দর্শক চাহিদা বিবেচনা করে বর্তমানে শো বাড়িয়ে করা হয়েছে ১৫টি। অন্যদিকে, আয়েও এগিয়ে রয়েছে ‘উৎসব’।

সিনেমার নির্মাতা তানিম নূর জানিয়েছেন, মুক্তির প্রথম  থেকে ৯  ‘উৎসব’ আয় করেছে এক কোটি ২০ লাখ   টাকা। এ হিসাব আরও বাড়বে।

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বলে জানান নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়