শিরোনাম
◈ পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে হত্যাচেষ্টা, এবার রুখে দিল জনতা ও পুলিশ ◈ সোহাগ হত্যাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চলছে, সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠনের ঘোষণা: মির্জা ফখরুল ◈ আমেরিকা বিহীন ইসরায়েল শূন্য, যুদ্ধ থেকেও উদ্ধার করেছে ডোনাল্ড ট্রাম্প ◈ বি‌বি‌সি বাংলা‌কে সিই‌সি,  অনিয়ম বন্ধে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে ◈ প্রধান উপদেষ্টা গণভবনে আজ দুপুরে সংবাদ সম্মেলন করবেন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ পিএসজিকে হা‌রি‌য়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি ◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে পোশাক খুলে নাচতে বলেছিল পরিচালক: অভিনেত্রী তনুশ্রী

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার সরাসরি চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

তনুশ্রী দাবি করেছেন, একটি ছবির সেটে তাকে সবার সামনে আপত্তিকর পোশাকে থাকতে বাধ্য করা হয়েছিল এবং পরিচালক বিবেক তাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। তবে এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ বিবেক, তার দাবি তনুশ্রী হতাশায় ভুগছেন।

তনুশ্রীর অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের 'চকলেট' সিনেমার শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। ছবির একটি দৃশ্যের জন্য তাকে ছোট স্কার্ট পরতে হয়েছিল। শুটিংয়ের বিরতিতে তনুশ্রী মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপর একটি বড় কোট পরে বসেছিলেন।

এতেই আপত্তি জানান পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তনুশ্রীর দাবি, বিবেক নাকি বলেছিলেন, শুটিংয়ের আগেও তাকে ওই খোলামেলা পোশাকেই থাকতে হবে।

তনুশ্রী আরও অভিযোগ করেন, বিবেক তার সঙ্গে একাধিকবার দুর্ব্যবহার করেছেন। তিনি বলেন, "এক দিন শুটিংয়ে পৌঁছোতে মাত্র পাঁচ মিনিট দেরি হয়েছিল। পরিচালক আমার উপর চিৎকার করতে শুরু করলেন।

বললেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু একদিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে তিনি আমাকে আগে আসেন কিনা তা দেখার জন্যই সেই দিন আমার আগে সেটে পৌঁছেছিলেন।"

তবে তনুশ্রীর এই অভিযোগগুলোকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পাল্টা প্রতিক্রিয়ায় তিনি দাবি করেছেন, তনুশ্রী হতাশায় ভুগছেন। বিবেকের ভাষায়, "আসলে এই জগৎটা এমনই, অভিনেতা-অভিনেত্রীদের উপর সফল হওয়ার চাপ থাকে।

এবার যখন তুমি সাফল্য না পাও, তখন হতাশা গ্রাস করে। বুঝতে পারেন না, তাঁদের মানসিক স্থিতি কেমন আছে। তাই এঁরা এ সব বলতে থাকবেনই। আমি এঁদের বিশেষ পাত্তা দিই না। যার যা ইচ্ছে সে বলুক।"

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই তনুশ্রী আলোচনায় আসেন। এবার পরিচালকের বিরুদ্ধে আনা তার এই নতুন অভিযোগ বলিউড এবং গণমাধ্যমে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়