শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন (ভিডিও) 

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনার কোনো দক্ষতা দেখাতে পারেননি।’

আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, প্রকৃত অর্থে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সে রকম উপদেষ্টা হলে এগুলো হতো না। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাঁর কোনো দক্ষতা দেখাতে পারেননি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমি মনে করি, উনি আসলে উনার দক্ষতা দেখাতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন চরমে গিয়েছে, যে জায়গা থেকে উত্তরণের জন্য একজন শক্ত-সমর্থ মানুষকে উপদেষ্টা হিসেবে আনা দরকার।’

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলাসহ আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে নিসচার চেয়ারম্যান বলেন, ‘চলে যাওয়া ফ্যাসিস্ট সরকারের দোসররা এই কাজগুলো করছে, পাশাপাশি সন্ত্রাসী যারা আছে, তারা সুযোগ বুঝে কাজগুলো করছে। সেই জায়গায় যদি এ রকম স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন, তাহলে উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই প্রধান উপদেষ্টাকে বলব, অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়া হোক। উনার জায়গায় একজন যোগ্য মানুষকে আনা হোক।’

এ সময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিসচা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুববিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিসচার সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। উৎস: আজকের পত্রিকা ও বৈশাখী টেলিভিশন।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়