শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসব

পার্সটুডে- ইরানে ৪০তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত শুরু হয়েছে। ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি তেহরানের ১০টি হলে অর্কেস্ট্রা, যন্ত্রসঙ্গীত, আঞ্চলিক ও জাতিগত সঙ্গীত, আন্তর্জাতিক সঙ্গীত, নারী সঙ্গীত এবং শিশু ও যুব সঙ্গীতসহ বিভিন্ন বিভাগে ১১০টিরও বেশি পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সঙ্গীত উৎসবের শুরুর দিনে গতকাল ওয়াহদাত হলে হোমায়ুন রহিমিয়ানের নেতৃত্বে ইরানি জাতীয় অর্কেস্ট্রা, বাহমান সাংস্কৃতিক কেন্দ্রে 'আভায়ে তাবারি দল এবং তেহরানের আজাদী টাওয়ারে কর্দোভান দল তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

প্রদর্শনীটি ভাহদাত, রুদাকি, আন্দিশেহ, হোজেহ হোনারি, নিয়াভারান, আরাসবারান, বাহমান, আজাদী টাওয়ার, মিলাদ হল, রোজমাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলে অনুষ্ঠিত হবে।

পার্সটুডে জানিয়েছে, ৪০ তম ফজর আন্তর্জাতিক সঙ্গীত উৎসবটি তেহরান এবং ইরানের ২১টি প্রদেশে অনুষ্ঠিত হবে। এ উৎসবে বিশ্বের ১০৬টি সঙ্গীত দল এবং ১,৭৭১ জন শিল্পী অংশগ্রহণ করবেন বলে কথা রয়েছে।

তেহরানে তুরস্ক, ভারত, নেদারল্যান্ডস, তিউনিসিয়া, স্পেন এবং আর্মেনিয়ার ৬টি দল এবং শিল্পীরা অংশগ্রহণ করবেন এবং তাদের মধ্যে ইরানি শিল্পীদের সাথে যৌথ পরিবেশনাও থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়