শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেকদিন পর বেক্কল হয়ে গেলাম: আসিফ

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কথায় এর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতে আছেন পার্থ মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এছাড়াও আসিফের হাতে আছে একাধিক নতুন কাজ।

গানের পাশাপাশি আসিফ সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কাজের সবশেষ খবর, নানা ইস্যু ও ব্যক্তিজীবনের কথা লিখে যান ফেসবুকে। কখনো আবার ভক্ত-শ্রোতাদের কাছে মানবিক সহযোগিতার আহ্বানও জানান। মাঝেমধ্যে মজার ছলেও গায়ক লিখে যান নানা কথা।

তারই ধারাবাহিকতায় আসিফ এবার লিখলেন, প্রজন্ম নিয়ে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আদিত্যেস হাজরা দ্রোণ। আট বছর বয়সী ভাতিজা আমার। প্রিয় রাজদার ছোট ছেলে। স‍্যারের সাথে দেখা হয়েছে কক্সবাজার পিকনিকে। বাবার সাথে এসেছিল। একসাথে অটোতে ঘুরেছি, খাতির হয়ে যায় আমাদের। শুধু জিজ্ঞেস করেছিলাম- আমরা কি ভাল বন্ধু হতে পারি! দ্রোণ বলল- কিভাবে সম্ভব! তুমিতো জেনারেশন মিলেনিয়াম! একটু বেকুব হয়েই জিজ্ঞেস করলাম- মিলেনিয়ামটা কি! তুমি কে! দ্রোণ বলল- “আমি জেনারেশন আলফা। জেন জি আমাদের ইমিডিয়েট সিনিয়র। এরপর আসবে জেনারেশন বিটা, তারপর গামা।”

পোস্টে আসিফ আরও বলেন, ‘বললাম, আমাকে জেনারেশন আলফায় নিয়ে নাও! দ্রোণ বলল- “সম্ভব না। দেশে সিস্টেম দরকার, তুমি ওল্ড ম‍্যান।” অনেকদিন পর বেক্কল হয়ে গেলাম। দ্রোণরা প্রস্তুত দেশের জন‍্য, আমরা আছি মান্ধাতা আমলে। জেনারেশন গ‍্যাপ কাভার করতে হবে, জেনারেশনের পালস বুঝতেই হবে, আর এতেই মুক্তি।’

সবশেষ আসিফ লিখেছেন, ‘জিতে যাক প্রজন্ম, শিখে শিখে কূটবুদ্ধির সেরা হই আমরা… হারবো নিশ্চিত! এই পরাজয়ে আনন্দ আছে! কারণ সবার আগে বাংলাদেশ- এটা প্রজন্ম ধারন করে। ভালবাসা অবিরাম…।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়