শিরোনাম
◈ নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি (ভিডিও) ◈ সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ২০ জন (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৩০৮ ◈ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল ◈ অনার্স কোর্স হবে ৩ বছরের ◈ অভ্রর জন্য চার গুণীকেই সম্মানিত করার সিদ্ধান্ত: ফারুকী ◈ আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে : মির্জা ফখরুল ◈ সচিব পদে ১১৯ জনসহ ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি ◈ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পর যে কারণে দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন চিত্রনায়িকা পপি

থানায় বোনের জিডি করার পর স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। তবে আরও একটি পারিবারিক কারণে নিজেকে ‘গৃহবন্দি’ করেছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন পপি। তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান (নাম আয়াত) রয়েছে।

 সংসার সুখের হলেও অশান্তি ছিল পরিবারে। কারণ চিত্রনায়িকা পপির এটি প্রথম বিয়ে হলেও ব্যবসায়ী আদনানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে আদনানের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। তাই পরিবারের চাপে পপিকে প্রকাশ্যে আনতে পারেননি আদনান।
 
বিয়ের পর থেকেই আদনানের পরিবার পপিকে মেনে নেয়নি। এখনও মেনে নিয়েছে কি না সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
 
 বিশ্বস্ত সূত্র বলছে, বিয়ের পর স্বামীকে নিয়ে ধানমন্ডির একটি বাসায় থাকতেন পপি। ওই সময় থেকেই এক প্রকার ‘গৃহবন্দি’ হয়ে থাকতেন। যে কারণে ঢালিউডের সিনেমায় অভিনয় করা থেকে দূরে সরে যান অভিনেত্রী।
 
এরপর সংসারে আয়াত নামের পুত্র সন্তান এলে তাকে ঘিরেই সময় কাঁটতে থাকে পপির। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে খুলনায় বসবাস করলেও মাঝেমধ্যে ঢাকায় আসেন তিনি।
 
এমন পরিস্থিতিতে পপির মায়ের পরিবারের সঙ্গেও বনিবনা নেই। পৈতৃক সম্পত্তির ভাগ ভাই-বোনদের না দিয়ে একাই ভোগ করতে চাওয়ায় পারিবারিক কলহে জড়িয়ে পড়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন ভাই, বোন ও মাকে।
 
এ ঘটনায় সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। পপির বিরুদ্ধে থানায় জিডি করার পরই অভিনেত্রীর স্বামী, সন্তানের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে।
 
এ বিষয়ে চিত্রনায়িকা পপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়