শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি, জানালেন অসহায়ত্বের কথা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। স্ট্যাটাসে জানিয়েছেন, ভার্টিগো রোগের কারণে প্রায়ই নিজেকে অসহায় অনুভব করেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বেশিক্ষণ স্থায়ী না হওয়া সে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।

মধ্যরাতে হওয়া এ ভূমিকম্প অনেকে অনুভব করেছেন আবার অনেকে ঘুমিয়ে থাকায় অনুভব করতে পারেননি। যারা অনুভব করতে পারেননি তাদেরই একজন পরীমণি। তবে ঘুমিয়ে থাকার কারণে নয়, ভার্টিগো রোগে আক্রান্ত হওয়ায় তিনি ভূমিকম্প অনুভব করতে পারেন না। 
 
ভূমিকম্পের এক ঘন্টা পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরী ভূমিকম্প নিয়ে একটি স্ট্যাটাস দেন। জানান, জেগে থাকলেও ভূমিকম্প অনুভব করতে পারেন না তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন ভার্টিগো রোগের কথা।
 
নিজের অসুস্থতার কথা জানিয়ে স্ট্যাটাসে পরী লেখেন,‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়।
 
পরী আরও লেখেন, কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
  
ভার্টিগো এমন অসুখ যে রোগে আক্রান্ত হলে রোগী সব সময় অনুভব করেন তার চারপাশের পরিবেশ নড়ছে বা ঘুরছে। অনেক সময় নিজের শরীরও নড়ছে, এমন বিভ্রম (গতির অনুভূতি) তৈরি হয়।
  
বাংলায় এ রোগকে বলে ‘ঘূর্ণিরোগ’। মস্তিষ্ক বা কানের সমস্যা থেকে এ রোগ হতে পারে বলে মনে করেন অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞরা।

এ রোগে আক্রান্ত হলে মাথা ঘোরা, বমি ভাব, কানে শো শো শব্দ শোনা, শারীরিক দুর্বলতা, হাঁটতে অসুবিধা হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হন রোগী। তাই প্রায়ই এর চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়