শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিটিভিতে ‌‘অন্য কেউ’- সাইফ হামলায় অভিযুক্তের বাবার দাবিতে দানা বাঁধছে রহস‍্য

 সিসিটিভি ফুটেজের ছবিতে হামলাকারী যু্বক (বাঁয়ে), মাঝে অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে। মূলত সিসিটিভি ফুটেজ দেখে ও চেহারা চিহ্নিত করেই অভিযুক্তকে আটক করেছে বলে দাবি মুম্বাই পুলিশের।

পুলিশের দাবি, ‘শেহজাদ ছিলেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। সাইফের বাড়িতে শেহজাদই হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ নাকি এমনও তথ্য পেয়েছে যা প্রমাণ করে, সেদিন রাতে শেহজাদই হামলা চালিয়েছিল।’

কিন্তু অভিযুক্তের পরিবার দাবি করছে, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শেহজাদ নন। সাইফ আলি খানের বাড়িতে হামলাকারী হিসেবে ভুল ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বাবার এমন দাবিতে দানা বাঁধছে রহস‍্য।

অভিযুক্ত শেহজাদের বাবা রুহুল আমিন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন। রুহুল আমিন বলেছেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার চুল অনেক বড়। আর আমার ছেলে বরাবর ছোট চুল রাখে। তার সন্তান এই হামলায় জড়িত নয়।’

হামলাকারীর বাবার আরও দাবি, সাইফের উপর হামলা চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও মুম্বাই পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। শরিফুলকে হামলার ঘটনায় ফাঁসানো হয়েছে। কেন না সিসিটিভি ফুটেজের ছবির সঙ্গে শরিফুলের চেহারার মিল নেই।  সূত্র : এই সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়