শিরোনাম
◈ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, একটি ফ্যাসিবাদি শক্তি : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বললো ইরান ◈ ২৭ বাংলাদেশির বাঁচার আকুতি, চাইলেন সরকারের সাহায্য ◈ পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি ◈ ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরে মিললো মানুষের চোখ ও চুল! (ভিডিও) ◈ ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনা ও লিভারপুলের জয়, ইন্টার মিলানের পরাজয় ◈ আ.লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে : আসিফ মাহমুদ ◈ সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার ◈ প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান ◈ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোমাকে এক রাত কাটাতে হবে’ পরিচালকের প্রস্তাব নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন মডেল তুরিণ (ভিডিও)

মডেল তুরিণ

মডেল তুরিণ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, কিছু পরিচালক প্রস্তাব দেন, যা খুবই অস্বস্তিকর। তারা বলেন, “তোমাকে এক রাত কাটাতে হবে অথবা কিছু করতে হবে।” তুরিণ আরো জানান, এমন কিছু পরিচালক তাদের পরিচয় গোপন রেখে ফোনে যোগাযোগ করেন এবং আশ্বাস দেন যে, বিশেষ কিছু করার মাধ্যমে মেয়েটি অগ্রগতি করতে পারবে। একপর্যায়ে, এক পরিচালক সরাসরি তাকে বলেন, “তুমি এটা করো, আমি তোমাকে নায়িকা বানিয়ে দেব।”

তুরিণ বলেন, “আমি যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, তখন গিভ এন্ড টেকের ধারণা তেমন বুঝতাম না। ২০১৫ সালে, আমার একটি টিভিসি কাজ ছিল, যখন পরিচালক আমাকে পুরো স্ক্রিপ্ট বুঝিয়ে দিলেন। এরপর বাসায় ফিরে আমাকে জানানো হয় যে, কাজের জন্য একটি কম্প্রোমাইজ করতে হবে। বারবার জিজ্ঞেস করার পর, পরিচালক স্পষ্টভাবে বলেন, ‘তোমাকে এক রাত কাটাতে হবে।’ এই কথা শুনে আমি কান্নাকাটি করে বাসায় চলে যাই।”

তুরিণ আরও বলেন, “পরে, যখন আমি আবার মিডিয়াতে কাজ করতে শুরু করি, তখনও একই ধরনের অফার পেয়েছি যখনই লিড চরিত্রের জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়।”

তুরিণ এক্ষেত্রে জানান, তিনি বিশ্বাস করেন যে, কাজের জায়গায় সম্মান থাকা উচিত। “রেসপেক্টের ভিত্তিতে কাজ করলে, যে কেউই যে কোনো জায়গায় উন্নতি করতে পারবে,” বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়